Bangladesh
সাভার অটবি কারখানায় আগুন

23 Apr 2014

#

ঢাকা, এপ্রিল ২৩: অন্তত ৩০জন আহত হয় যখন সাভার উপজেলায় এক অটবি আসবাবপত্র কারখানায় আগুন লাগে মঙ্গলবার রাতে।

 প্রত্যক্ষদর্শীরা জানান অজানা কারণে এই আগুন লাগে রাত দশটা নাগাদ ও নিমেষের মধ্যে পুরো কারখানাতে ছড়িয়ে পড়ে। যখন আগুন লাগে তখন সেখানে অন্তত ৪০০জন কর্মী কাজ করছিল।

 
এই অগ্নিকাণ্ডে অন্তত ৩০জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
 
খবর পেয়ে দমকল বাহিনীর ১১টি দল ঘটনাস্থলে পৌঁছয় ও বুধবার ভোররাত তিনটে নাগাদ অগ্নি নির্বাপিত করতে সক্ষম হয়।
 
এই দুর্ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics