Entertainment
শুটিংয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে শাহনাজ খুশি

Bangladesh Live News | @banglalivenews | 18 Jul 2020

Khusi hurt while meeting with accident on her way to shoot

Photo courtesy: Amirul Momenin

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, জুলাই ১৯ : নাটকের শুটিংয়ে অংশ নিতে পুবাইলে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছেন টিভি নাটকের অভিনয়শিল্পী শাহনাজ খুশি। শুক্রবার মাজুখান বাজার এলাকায় তার কারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এতে দুমড়ে মুচড়ে যাওয়া তার কারের কয়েকটি ছবি ফেইসবুকে পোস্ট করেছেন তিনি। খুশি জানান, এই ঘটনায় অল্পের জন্য বেঁচে গেছেন তিনি এবং তার গাড়ির চালক।


গাড়িতে তিনি একাই ছিলেন জানিয়ে খুশি বলেন, ‘একেবারেই অলৌকিক কিছু না হলে আমার বাঁচার কথা নয়। আমি এখনও বিশ্বাস করতে পারছি না, বেঁচে আছি, ভালো আছি’।


ফেইসবুক স্ট্যাটাসে দেশের পরিবহন খানের বিশৃঙ্খলার অভিযোগ তুলে খুশি লেখেন, তার গাড়িকে ধাক্কা দেওয়া ট্রাকটি চালাচ্ছিলেন ১৭ বছর বয়সী চালকের এক সহকারী; যার কোনো লাইসেন্স ছিল না। পরে পুবাইল থানার পুলিশ ও শুটিং ইউনিটের সদস্যদের সহযোগিতায় তিনি বাড়ি ফেরেন।


করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে প্রায় চারমাস ঘরবন্দি থাকার পর বৃহস্পতিবার থেকে ‘নসু ভিলেন’- নাটকের মধ্য দিয়ে শুটিংয়ে ফেরেন তিনি। পরদিন একই নাটকের শুটিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন।
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics