Bangladesh
চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ দেহ উদ্ধার

24 Apr 2014

#

ঢাকা, এপ্রিল ২৪: পুলিশ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার একটি বাগান থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে।

 মৃত ব্যক্তির নাম আখতার হোসেন, ৩০। তিনি ঝিনাইদহের এক অটো-রিক্সা চালক ছিলেন।

 
জীবন নগর থানার ওসি ইকবাল আহমেদ জানান স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ হোসেনের দেহ উদ্ধার করে।
 
হোসেনের আত্মীয়রা জানান যে তিনি বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
 
"আমরা এখনো এই হত্যার পিছনে কারণ খুঁজে পাই নি। তবে আমাদের ধারণা হোসেনকে পুরনো শত্রুতার কারণে অপহরণ ও খুন করা হয়," আহমেদ জানান।    Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics