Bangladesh
দেশ জুড়ে পালন হচ্ছে খুশির ঈদ

29 Jul 2014

#

ঢাকা, জুলাই ২৯- পৃথিবীর বহু দেশের সাথে বাংলাদেশেও আজ আনন্দ-উবের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

 মুসলমান সম্প্রদায় মানুষের  এটি সব থেকে বড় উৎসব।

দেশে ঈদের প্রধান জামাত  জাতীয় ঈদগাহে   অনুষ্ঠিত হয় ও   রাষ্ট্রপতি আবদুল হামিদসহ  বহু বিশিষ্ট ব্যক্তিরা তাতে শরিক হন।

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের  শেষে সোমবার বলে বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে।

আজ সারা দেশজুরে উৎসবের মেজাজ। সংবাদপত্রে বিশেষ  ঈদের বিশেষ সংখ্যা প্রকাশিত  হয়েছে আবার  বেসরকারি টেলিভিশন ও রেডিও চ্যানেলগুলো উৎসবের উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করেছে।

দেশের  রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ও বিশ্বজুড়ে মুসলমানদের ঈদে উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics