Bangladesh
ডুবে যাওয়া ১২ জনের খোঁজ চলছে

30 Jul 2014

#

ঢাকা, জুলাই ৩০- নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ১২ জনকে এখনও প্রশাসনের তরফ থেকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

 কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে নৌকাটি ডুবে গেছিল।

  নৌকাটিতে মোট ১৭জন যাত্রী ছিলেন, জানায় পুলিশ।

মঙ্গলবার  দুপুরে এই দুর্ঘটনার পরে পাঁচজন তীরে পৌঁছাতে পারলেও আর সবাই এখনও নিখোঁজ আছেন।

পদ্মা নদীর বৈরাগীরচর ঘাট থেকে নদীর মধ্যবর্তী একটি চরে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

 নিখোঁজ ব্যাক্তিদের পরিচয় বিভা , শিপন , শাহাজুল , স্বপন , কেয়ামণি , জামাল, সুমি , বীথি , তিন্নি , সন্ধ্যা , সুবর্ণা ও কালু জানা গেছে ।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics