Bangladesh
চরমপন্থা বিশ্বশান্তির পথে একটি বাঁধাঃ হাসিনা

17 Oct 2014

#

মিলান, অক্টোবর ১৭- শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস, সহিংসতা ও চরমপন্থার মত বিষয় আজ বিশ্বশান্তি ও প্রবৃদ্ধির পথে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

উনি তার সরকারের সহিংসতা ও চরমপন্থার প্রতি ‘জিরো টলারেন্স’ নীতির পুনর্নিশ্চিত করেন।

 

হাসিনা এই কথাগুলি মিলানো কংগ্রেসিতে দশম আসেম শীর্ষ সম্মেলনের রিট্রিট সেশনে’ তার ভাষণ রাখার সময় বলেছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার ইতালির মিলান শহরে এশিয়া-ইউরোপ বৈঠকের দশম শীর্ষ সম্মেলনে যোগ দিতে পৌঁছেছেন।

 

ওনার সফর শেষ করে শনিবার হয়ত হাসিনা দেশে ফিরবেন।

 

এই সফরে উনি বহু দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। 
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics