Entertainment
এইবার ট্রানজিস্টর নিয়ে আনুশকা এলেন পিকের নতুন মোশন পোস্টারে

17 Oct 2014

#

মুম্বাই, অক্টোবর ১৭- পিকে ছবির নতুন মোশন পোস্টারের মাধ্যমে এক কথায় তাঁর ভক্তদের বেশ চমকেই দিয়েছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা।

বলেছিলেন সহঅভিনেতা আমির খানের মত ট্রানজিস্টর নিয়েই হাজির হবেন মোশন পোস্টারে।

 

আর ঠিক করলেন তাই। মোশন পোস্টারে শুধু ট্রানজিস্টর নয়, আনুশকাকে দেখা যাচ্ছে একেবারে মিলিটারি উর্দি পরে নিজের চরিত্রের পরিচয় করিয়ে দিলেন দর্শকদের।ট্রানজিস্টরটি তাঁর কাঁধ থেকে ঝুলছে।

 

এই ছবিতে আনুশকার চরিত্রের নামটিও বেশ অন্যরকম- জগৎ জননী।

 

এর আগে তিনটি মোশান পোস্টার বেরিয়েছিল এই ছবির। প্রথমটিতে শুধু একটি ট্রানজিস্টর গায়ে দিয়ে হাজির হওয়াতে আমিরের বিরুদ্ধে বেশ সমালোচনার ঝড় উঠেছিল ভারতে।

 

তিন্তুন পোস্টারে বেশ কয়েকটি ভিন্ন রূপে দেখা যাচ্ছে আনুশকাকে, আর পাশে থাকছেন আমির নিজে।

 

এই ছবিটি ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা আছে। 

 

ছবিঃ পিকে দ্যা ফিল্ম ফেসবুক পেজ
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics