Bangladesh
মোশতাক-জিয়া বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তারা নস্যাৎ করতে চেয়েছেঃ হাসিনা

15 Nov 2014

#

ঢাকা, নভেম্বর ১৫- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার খন্দকার মোশতাক আহমেদ ও জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার জন্য দায়ী করে বলেছেন যে ওনারা দেশের স্বাধীনতার চেতনাকে তারা নস্যাৎ করতে চেয়েছিলেন।

"৭৫-এর ১৫ আগস্ট খুনি মোশতাক-জিয়া জাতির পিতাকে শুধু হত্যাই করেনি, বাংলাদেশের স্বাধীনতার চেতনাকে তারা নস্যাৎ করতে চেয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের," হাসিনা বলেন।

 

উনি বলেন যে, "এই মোশতাক আমাদের সাথেই ছিল। বঙ্গবন্ধুর সাথেই ছিল, এতে সন্দেহ নেই। খুনি মোশতাক ছিল মোনাফেক, জিয়া ছিল তার দোসর।"

 

হাসিনা কথাগুলি সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী সভায় বলেছেন।

 

যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে উনি বলেন যে তারা যেন এমন কিছু না করে যে কারণে \'বদনাম\' হতে পারে।

 

"দেশ ও জাতির উন্নয়নে আত্মত্যাগে সদা প্রস্তুত থাকবে। যুবলীগকে আরও শক্তিশালি করে গড়ে তুলবে," উনি বলেন।

 

হাসিনা বলেন যে এই মুহূর্তে যারা ২০ দলে আছেন তাঁরা বাংলাদেশের জন্য বিষফোঁড়ার মতো। 
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics