Bangladesh
বিএনপির নেত্রী নির্বাচনে না আসায় ভালোই হয়েছেঃ হাসিনা

29 Nov 2014

#

হবিগঞ্জ, নভেম্বর ২৯- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেন যে খালেদা জিয়ার বিএনপি নির্বাচনে না আসায় এই ভালো হয়েছে যে এখন আর সংসদে আর কারও 'খিস্তি-খেউর' শুনতে হয় না।

"বিএনপির নেত্রী নির্বাচনে না আসায় ভালোই হয়েছে," হাসিনা বলেন।

 

"এখন সংসদে আর খিস্তি-খেউর শুনতে হয় না। পার্লামেন্ট এখন ভদ্রভাবে চলছে। মানুষের আস্থা আবার ফিরে এসেছে, " উনি বলেন।

 

উনি আরও বলেন যে বিএনপি ও জামায়াত এক হয়ে নির্বাচন বন্ধ করবার চেষ্টা করে মসজিদ আগুন লাগানোর থেকে \'শত শত\' মানুষের হত্যা করেছে।

 

"বিএনপি ও জামায়াত এক হয়ে ইসলাম ধর্মের নামে রাজনীতি করে। তারা মসজিদে আগুন দেয়," হাসিনা বলেন।

 

প্রধানমন্ত্রী এই কথাগুলি হবিগঞ্জের নিউফিল্ড মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বলেছেন। 
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics