Bangladesh
শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন জিয়া

12 Mar 2015

#

ঢাকা, মার্চ ১২- দেশজুড়ে লাগাতার হরতাল ও অবরোধের ডাক দেওয়ার মাঝে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শুক্রবার নিজের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।

সংবাদ সম্মেলনের বিষয় জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বৃহস্পতিবার সাংবাদিকদের এক বিবৃতির মাধ্যমে জানিয়েছেন।

 

উনি বলেছেন যে এই সংবাদ সম্মেলনে জিয়া দেশের চলমান পরিস্থিতি এবং বিএনপি ও ২০ দলীয় জোটের অবস্থানের বিষয় জিয়া নিজের বক্তব্য তুলে ধরবেন।

 

জানুয়ারির ৩ তারিখ থেকে নিজের কার্যালয়ে অবস্থানরত বিএনপির চেয়ারপারসন বহু দিন পরে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

 

জানুয়ারি মাসের ৫ তারিখে নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করবার অনুমতি না পাওয়ার পরে খালেদা জিয়া দেশজুড়ে লাগাতার অবরোধের ডাক দিয়েছিলেন।


সেইদিন থেকে আজ পর্যন্ত দেশের বহু জেলায় বিএনপি ও শরিক দলেরা হরতালের ডাক দিয়েছে ও তার মাঝেই বহু নাশকতার ঘটনা ঘটেছে।

 

এসএসসি পরীক্ষাও পিছিয়েছে বহুবার। 
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics