Entertainment
এইবার শাহ রুখের ফ্যান ছবির শুটিং হবে মাদাম তুসো জাদুঘরে

02 Apr 2015

#

লন্ডন, এপ্রিল ২- বলিউড সুপারস্টার শাহরুখ খান বৃহস্পতিবার লন্ডন শহরে অবস্থিত মাদাম তুসো জাদুঘরের কর্তৃপক্ষকে টার ছবি 'ফ্যান' এর শুটিং করতে অনুমতি দেওয়াতে 'ধন্যবাদ' জানিয়েছেন।

"মাদাম তুসো জাদুঘরকে ধন্যবাদ জানাতে চাই তোমাদের তারকা ও আমাদের তারকা  মনিশকে ফ্যান ছবির শুটিং করবার অনুমতি দেওয়ার জন্য। প্রথম ছবি যা তোমাদের প্রাঙ্গনে শুটিং হচ্ছে," খান নিজের তুইয়ার পেজে লেখেন।

 

কিছুদিন আগে এই ছবির শুটিং য়ের জন্য খান ও ফ্যান ছবির কলাকুশলীরা ক্রোয়েশিয়াতে ছিলেন।

 

প্রসঙ্গত, মাদাম তুসো জাদুঘরে খানের নিজের মোমের পুতুলটি বেশ জনপ্রিয়। 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics