Entertainment
চলছে সানি লিওনির দাপট

14 Apr 2015

#

মুম্বাই, এপ্রিল ১৪- ইন্দো-কানাডীয় অভিনেত্রী সানি লিওনির নতুন ছবি ‘এক পাহেলি লিলা’ বেশ দাপটের সাথে বাজার করছে।

শুক্রবার মুক্তি পাওয়ার পরে, এখনও পর্যন্ত মোট ১৮.৩ কোটি রুপি আয়ে করেছে।


এই তথ্যটি চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ নিজের টুইটারে দিয়েছেন।

 

সানির এই ছবির প্রথম দিনের আয়ে বেশ কয়েকটি বড় ছবি।


অমিতাভ বচ্চনের \'শামিতাভ’ বা আনুশকা শর্মার ‘এনএইচটেন’,একটিও ছবি ‘এক পাহেলি লিলা’র মত প্রথম দিনে আয়ে করতে পারেনি।

 

এই মুহূর্তে দিবাকার ব্যানার্জির ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ আয় করেছে ২৩ কোটি ১৪ লাখ রুপি। অন্যদিকে, ‘এক পাহেলি লিলা\' সাথে মুক্তি পাওয়া \'ধারাম সাঙ্কাট মে\' মাত্র পাঁচ কোটি ১৫ লাখ রুপির আয় করতে পেরেছে।
 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics