Entertainment
ডনের মুক্তির ৩৭ বছর পূর্ণ

21 Apr 2015

#

মুম্বাই, এপ্রিল ২১- বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের বিখ্যাত 'ডন' ছবির মুক্তি পাওয়ার ৩৭ বছর পূর্ণ হয়েছে।

আর সেই ছবির কথাই বার বার নিজের ব্লগ ও টুইটারে মনে করেছেন বচ্চন।

 

নিজের টুইটারে লিখলেনঃ " ডনের ৩৭ বছর হল আজ!! অবিশ্বাস্য! এখনও এই যাত্রা অব্যাহত আছে!"

 

১৯৭৮ সালে মুক্তি পাওয়া ডন ছবিতে, বচ্চন ছাড়াও জিনত আমন ও প্রাণ অভিনয় করেছিলেন।
 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics