Entertainment
রাজ্জাকের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে

30 Jun 2015

#

ঢাকা, জুন ৩০- চলচ্চিত্রাভিনেতা রাজ্জাকের পরিবার মঙ্গলবার জানিয়েছেন যে উনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন।

ওনার ছোট ছেলে সম্রাট আজ সংবাদ মাধ্যমকে জানান যে রাজ্জাক আগের থেকে ভালো আছেন।

 

৭৩ বছর বয়সী এই অভিনেতা, যাকে নায়করাজ বলে সারা দেশ জানে, ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

 

সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে উনি শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


একটুকু আশা, ময়নামতি-র মত ছবিতে অভিন্য করেছেন রাজ্জাক।

 

 

উনি নিজের জীবনে ১৬টির বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন। 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics