Finance
সামর্থ্যের মধ্যে ইন্টারনেটের দাম রাখতে নির্দেশ দিলেন হাসিনা

06 Aug 2015

#

ঢাকা, আগস্ট ৬- দেশের মানুষের জন্য সুখবর দিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ইন্টারনেট ব্যান্ডউইথের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন।

উনি এই নির্দেশটি এনটিটিএন, আইএসপি এবং মোবাইল অপারেটরদের দিয়েছেন।

 

নিজের কার্যালয়ে ‘ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স’ এর বৈঠকে এই কথাগুলি বলেছেন হাসিনা।

 

" তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতি ঈর্ষণীয়," প্রধানমন্ত্রী বলেন।

 

উনি বলেন যে দেশে তথ্য-প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসার আরও বাড়াতে হবে।

 

হাসিনা বলেন দেশে তথ্য-প্রযুক্তির ব্যবহারের পরে বেকার সমস্যা অনেকটা কমেছে।

 

উনি বলেন যে গ্রামের মানুষও যেন এই সেবা সমানভাবে পান। 
Video of the day
More Finance News
Recent Photos and Videos

Web Statistics