Sports
বাংলাদেশ সফরে নেই কামিন্স

24 Sep 2015

#

সিডনী, সেপ্টেম্বর ২৪- বাংলাদেশ সফরে আসবেন না অস্ট্রেলিয়ান পেস বোলার প্যাট কামিন্স।

ইনজুরির জন্য এই দেশে আস্তে পারবেন না কামিন্স।

 

ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেদের ওয়েবসাইটে জানিয়েছেন যে পিঠের চোটের জন্য সফর থেকে বাদ পরেছেন এই বোলার।

 

তবে কতদিনের মধ্যে উনি আবার মাঠে ফিরবেন সেই বিষয় কিছু জানায়নি বোর্ড।

 


ক্রিকেট অস্ট্রেলিয়ার ফিজিও ডেভিড বিকলি ওয়েবসাইটে জানিয়েছেন  যে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলার সময় এই পিঠে ব্যথা অনুভব করেছিলেন   কামিন্স অ ফিরে এসেও তাঁর ওই ব্যথা ছিল।

 

ওনার জায়গায় বাংলাদেশ সফরে আসবার জন্য দলে জায়গা পেয়েছেন জেমস  ফকনার।  
Video of the day
More Sports News
Recent Photos and Videos

Web Statistics