Entertainment
ঢাকায় ভারতীয় অভিনেতা রাহুল বোস

28 May 2013

#

ঢাকা, ফেব্রুয়ারি ১৮: ভারতীয় অভিনেতা রাহুল বোস জানান তিনি বাণিজ্যিক ছবির থেকে আর্ট ফিল্ম পছন্দ করেন।

 রবিবার ঢাকায় এক সংক্ষিপ্ত সফরে এসে রাহুল বলেনঃ "সবাই জানে জেমস বন্ড ছবির শেষে মরবে না। তাহলে আমি কেন বেকার একটা ০০৭ ছবি দেখব?"

 
তিনি বলেন যেই সিনেমাগুলি আন্তর্জাতিক চলচিত্র উৎসবে ভাল করার ক্ষমতা রাখে, দর্শকদের সেই ছবিগুলিকে উৎসাহিত করা উচিত।
 
"তবেই আরও বেশী করে এইসব ভাল ছবি বানানো হবে," তিনি বলেন।
 
কলকাতার বাংলা সিনেমায় রাহুলের কাজ খুব প্রশংসিত হয়েছে।
 
তাঁর সাম্প্রতিক ছবি হল \'শেষের কবিতা\' যেখানে তাঁকে প্রধান পুরুষ চরিত্র আমিত রায়ের ভূমিকায় দেখা যাবে।
 
অবশ্য রাহুল এখনই তাঁর এই ছবি নিয়ে মুখ খুলতে নারাজ।
 
রাহুলের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি - মিডনাইটস চিলড্রেন - নিয়ে অনেক বিতর্ক হয়েছে।
 
"সমস্ত বিতর্ক ছিল লেখক সলমন রাসডিকে ঘিরে। ছবিটি ভারতে যথেষ্ট প্রশংসিত হয়েছে," রাহুল বলেন।
 
রাহুল ঢাকায় আসেন বিআরএসি বিশ্ববিদ্যালয়য়ের অষ্টম সমাবেশে বক্তৃতা দিতে।Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics