Sports
শেন ওয়ার্নের ‘সেরা’ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হলেন সৌরভ গাঙ্গুলি

16 Dec 2015

#

মেলবোর্ন , ডিসেম্বর ১৬- নিজের বাছাই করা ‘সেরা’ ভারতীয় ক্রিকেট দলে প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে।

ভারতের সাবেক অধিনায়ক জায়গা করে নিয়েছেন ওয়ার্নের দলে।

 

নিজের ফেসবুক পেজে এই দলটির বিষয় লিখেছেন  ওয়ার্ন।

 

নভজোৎ সিং সিধু, বীরেন্দর শেবাগ, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকারের মত খেলোয়াড়দের উনি নিজের দলে রেখেছেন।

 

নিজের দলে “ছয়” নম্বর স্থানটি বাছার সময় কিছুটা চিন্তায় পরেছিলেন  ওয়ার্ন । তবে শেষ পর্যন্ত ভিভিএস লক্ষণের জায়গায় সেখানে রেখেছেন মোহাম্মদ আজহারউদ্দিনকে।

 

লক্ষণকে ১২ নম্বর খেলোয়াড় হিসেবে রেখেছেন ১৯৯৯ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান দলের সদস্য।

 


পুর দলঃ বীরেন্দর শেবাগ, নভজোৎ সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), মোহাম্মদ আজহারউদ্দিন, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, হরভজন সিং, জাভাগাল শ্রীনাথ।
Video of the day
More Sports News
Recent Photos and Videos

Web Statistics