Finance
সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে রবি’র অনুদান

29 Sep 2016

#

ঢাকা, সেপ্টেম্বর ২৯: ২০১৫ সালের মুনাফার ওপর ভিত্তি করে সরকারের শ্রমিক কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে রবি। রবি’র ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিওপিপিএফ) থেকে এ অনুদান প্রদান করা হয়েছে।


রবি’র পক্ষ থেকে এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমতিয়াজ খান, কর্পোরেট ফিন্যান্সের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন ও কর্র্পোরেট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের হাতে ২ কোটি ৫০ লাখ ২১ হাজার ৩৬৫ টাকার একটি চেক হস্তান্তর করেন। এর আগে রবি ২০১২, ২০১৩ ও ২০১৪ সালের মুনাফার ওপরও এই তহবিলে অনুদান প্রদান করেছিল।


এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মিকেইল শিপার (ছবিতে নেই), যুগ্ম সচিব (শ্রম শাখা) এম.এ কাশেম মাসুদ ও উপ-সচিব (প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব) অমর চাঁন বণিক উপস্থিত ছিলেন।
 
Video of the day
More Finance News
Recent Photos and Videos

Web Statistics