Sports
বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

12 Oct 2016

#

মিরপুর, অক্টোবর ১২- টানা কয়েকটা বছর ধরে ঘরের মাঠে সিরিজ জেতার পরে, শেষ পর্যন্ত বুধবার ইংল্যান্ডের হাতে এই জয়রথ থামে।

সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের হাতে হার স্বীকার করে বাংলাদেশ আজ সিরিজ হারিয়েছে।

 

শেষ ম্যাচটি চার উইকেটে জিতে, ইংল্যান্ড দল সিরিজ নইজেদের নামে লিখেছেন।

 

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলেন ছয় উইকেট হারিয়ে ২৭৭।

 

জবাবে,   ইংল্যান্ড ছয় উইকেট হারিয়ে, ১৩ বল বাকি থাকতে ২৭৮ রানে পৌঁছায়।

 

নিজেদের স্নায়ু ঠাণ্ডা রেখে, ইংল্যান্ডের জন্য শেষ পর্যন্ত স্টোকস (৪৭*) ও ওকস (২৭*) জয়ের রানে পৌঁছায়।

 

এই দুজনকে বাদ দিলেও, ভিন্স (৩২), বিলিংস (৬২) ও ডাকেট (৬৩) এই ম্যাচে রান পেয়েছেন।

 

জেমস ভিন্স ও স্যাম বিলিংস ইংল্যান্ডকে সুন্দর একটি প্রথম উইকেটের জুটি উপহার দিয়েছিলেন।

 

দুজনে মিলে প্রথম উইকেটে ৬৩ রান যোগ করেন।

 

বিলিংস তারপরে আবারও দ্বিতীয় উইকেটে বেন ডাকেটের সঙ্গে ৬৪ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

 

তবে শেষ হাসিটি হাসেন স্টোকস।

 

উনি দুর্দান্ত ৪৮ বলে ৪৭ রানে অপরাজিত ইনিংস খেলে, অপরদিকে ক্রিস ওকসকে নিয়ে, ম্যাচটি জেতেন।

 

মাশরাফি ও শফিউল বাংলাদেশের হয়ে দুটিকরে উইকেট নেন।

 

তামিম ৪৫, ইমরুল ৪৬, সাব্বির ৪৯ ও মুশফিক (৬৭*) এর হাত ধরে বাংলাদেশ আগে ২৭৭ রান তোলেন।

 

ইংল্যান্ডের হয় চার উইকেট  নেন রশিদ।

 

ইংল্যান্ড এই সিরিজ ২-১ ব্যবধানে জিতেছেন।
Video of the day
More Sports News
Recent Photos and Videos

Web Statistics