Bangladesh
গনভবনে আইভী, জড়িয়ে ধরলেন খুশি হাসিনা

23 Dec 2016

#

ঢাকা, ডিসেম্বর ২৩ঃ নারায়ণগঞ্জ জয় করবার পরে, আজ সেখানকার নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে গেছিলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ছাড়াও আওয়ামী লীগের অন্য নেতারাও প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যান।

 

গণভবনে অনুষ্ঠিত হয় এই সৌজন্য সাক্ষাৎ।

 

সংবাদ মাধ্যম সুত্রে খবর অনুযায়ী, হাসিনা এই সাক্ষাৎ এর পরে বলেছেন যে নারায়ণগঞ্জবাসীর উপরে ওনার আস্থা ছিল।

 

উনি দলের নেতাদের আগামী দিনেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশ দিয়েছেন।

 

"নির্বাচন যে সুষ্ঠু করা যায়, সেটা আওয়ামী লীগ সরকার দেখিয়েছে," হাসিনা বলেন।

 

ফুলের নৌকা তুলে দেওয়ার পাশাপাশি, সেলিনা হায়াৎ আইভীকে গণভবন পৌঁছানোর পড়ে জড়িয়ে ধরেন হাসিনা।

 

সেলিনা হায়াৎ আইভী প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে প্রাজিত করেছেন বিএনপির সাখাওয়াত হোসেন খানকে।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics