Finance
রবি ও ন্যাশনাল ফিন্যান্স লিমিটেড’র কর্পোরেট চুক্তি সই

29 Apr 2017

#

ঢাকা, এপ্রিল ২৯ঃ রবি’র কর্পোরেট সংযোগসহ ডিজিটাল এন্টারপ্রাইজ সেবা গ্রহণের জন্য অপারেটরটির সাথে সম্প্রতি একটি কর্পোরেট চুক্তি সই করেছে দেশের অন্যতম আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ফিন্যান্স লিমিটেড।

রাজধানীর রবি কর্পোরেট অফিসে অপারেটরটির এন্টারপ্রাইজ বিসনেজ’র (ইবি) এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আদিল হোসেন এবং ন্যাশনাল ফিন্যান্স লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর সাইফুদ্দিন এম. নাসের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি সাক্ষর করেন।

 

এসময় ন্যাশনাল ফিন্যান্স লিমিটেড’র ডিএমডি গোলাম সারওয়ার ভূঁইয়া ও কো¤পানি সেক্রেটারি নজরুল করিম এবং রবি’র এন্টারপ্রাইজ বিজনেস’র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম মোঃ নাজমুল ইসলাম, জেনারেল ম্যানেজার মুস্তফা কামাল ইউসুফ ও ম্যানেজার সিনথিয়া জামান উপস্থিত ছিলেন।
Video of the day
More Finance News
Recent Photos and Videos

Web Statistics