Entertainment
বাংলাদেশী ফিল্মে অনুপম খের

30 Jul 2013

#

ঢাকা, জুলাই ৩০: ভারতীয় অভিনেতা অনুপম খেরকে এবার দেখা যাবে এক বাংলাদেশী ছবিতে।

 মনসুর আলীর নির্দেশে "সংগ্রাম" এই ছবিটির গল্প বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে।

 
এই ছবিতে আনুপম করিম নামক এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয় করবেন। তিনি এই ছবিতে ইংরেজিতে কথা বলবেন।
 
ছবি শুরু হয় মুক্তিযোদ্ধা করিমের জীবনের ফ্ল্যাশব্যাক দিয়ে।
 
"আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ে জানি। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি যে আমি এই রকম এক ফিল্মে অভিনয় করার সুযোগ পেয়েছি যেটি এই দেশের সবচেয়ে বড় কৃতিত্বের মহিমান্বিত ইতিহাস তুলে ধরবে," জানান অনুপম।
 
ছবিটির শুটিং শুরু হবে অগাস্ট ৮এ লন্ডনে অনুপমের সাথে।Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics