Entertainment
আবার বন্ড হিসেবে ফিরছেন ড্যানিয়েল ক্রেইগ

16 Aug 2017

#

লস এঞ্জেলেস, আগস্ট ১৭ঃ অভিনেতা ড্যানিয়েল ক্রেইগ আবার একবার ফিরে আসছেন জেমস বন্ড হিসেবে।

পরবর্তী বন্ড ছবিতে আবার একবার ফিরবেন উনি।

 

সম্প্রতি একটি টি ভি অনুষ্ঠানে এই বিষয়টি জানিয়েছেন ক্রেইগ।

 

পঞ্চমবারের মতো  বন্ড হিসেবে বড় পর্দায় ফিরবেন উনি।

 

"সত্যিটা যখন বলতেই হবে, তখন আমারই বলা ভালো। এই শেষ। আমি প্রস্তুত আরও একবার খুশিমনে (বন্ড চরিত্রে) ফেরার জন্য। আমার আর তর সইছে না," উনি বলেন।

 

আগামীটি হবে বন্ড সিরিজের ২৫ তম ছবি।

 

স্পেক্টর ছবিতে বন্ড হিসেবে শেষবার দেখা গেছিল ক্রেইগকে। 

 

Image: Santabanta.com
 
Video of the day
More Entertainment News
Recent Photos and Videos

Web Statistics