Bangladesh
রোহিঙ্গারা মিয়ানমারেই ফেরত যাওয়াতে সমাধান দেখছে ভারত

22 Oct 2017

#

ঢাকা, অক্টোবর ২২ঃ বাংলাদেশ সরকার আজ ভারতের কাছে রাখাইন থেকে এই দেশে পালিয়ে আসা রোহিঙ্গা মানুষদের ফিরিয়ে নেওয়া ও সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য মিয়ানমারকে অব্যাহত চাপ দিতে অনুরোধ করেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই মুহূর্তে দুই দিনের জন্য বাংলাদেশ সফরে এসেছেন।

 

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দুই দেশের যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের শেষে রোহিঙ্গা প্রসঙ্গে মন্তব্যটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন।

 

নিজের বিবৃতিতে স্বরাজ বলেছেনঃ " এটা স্পষ্ট যে রাখাইন থেকে বাস্তুচ্যুত লোকজনের মাতৃভূমিতে ফেরার মধ্যেই সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।"

 

উনি বলেনঃ "আমাদের দৃষ্টিতে রাখাইন রাজ্যের একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে দ্রুত সেখানে আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা, যা সেখানকার সব জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। কফি আনানের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশ বাস্তবায়নে আমাদেরও সমর্থন রয়েছে।"

 

বাংলাদেশ আজ ভারতের কাছে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য কিছু নতুন প্রস্তাব রেখেছে।

 

স্বরাজ বাংলাদেশে আসার পড়ে, ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দল যৌথ পরামর্শক কমিশনের এই চতুর্থ সভায় অংশ নেন।

 

বাংলাদেশের মন্ত্রী পরে বিবৃতির মাধ্যমে জানিয়েছেনঃ "আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর জন্য আজ আমরা নতুন কিছু প্রস্তাব রেখেছি। ভারত সেগুলো ইতিবাচক দৃষ্টিতে বিবেচনার কথা বলেছে।”

 

সুষমা স্বরাজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সাথে সাক্ষাৎ এর সময় রোহিঙ্গাদের প্রসঙ্গ তুলে ধরেন।

 

মিয়ানমার থেকে পাকিয়ে এসে বহু রোহিঙ্গা মানুষেরা এই মুহূর্তে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

 

মানবিকতার কথা মাথায়  রেখে এই দেশে তাদের আশ্রয় দিয়েছে হাসিনা ও ওনার সরকার।

 

তবে, স্বরাজ আজ হাসিনাকে বলেন যে মিয়ানমার দেশকে এই মানুষদের ফিরিয়ে নিতেই হবে।

 

এই গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে,  প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে সাংবাদিকদের জানানঃ "মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিকদের ফেরত নিতে হবে।”

 

অগাস্টে মিয়ানমারের রাখাইনে সহিংসতা শুরুর পর থেকে বাংলাদেশের মাটিতে পালিয়ে আশ্রয় নিয়েছেন পাঁচ লক্ষ্যের বেশি রোহিঙ্গা মানুষ।

 

বহুবার মিয়ামারকে এই মানুষদের ফিরিয়ে নেওয়ার জন্য আহ্বান করেছেন বাংলাদেশ সরকার।

 

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এই বিপুল সংখ্যক  শরণার্থীদের বাংলাদেশের জন্য ‘বড় বোঝা’ হিসেবে আখ্যায়িত  করেছেন।

 

আজকের এই বৈঠকের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী।

 

দুই দিনের বাংলাদেশ সফরে আজ ঢাকা এসে পৌঁছেছেন স্বরাজ।

 

এই সফরে,  যৌথভাবে ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের চতুর্থ সভার সভাপতিত্ব করবেন ভারতের মন্ত্রী।

 

ভারত সরকারের অর্থায়নের ১৫টি প্রকল্পের ওনার উদ্বোধন করবার কথা আছে।

 

আজকে স্বরাজ বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন খালেদার জিয়া ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথেও সাক্ষাৎ করেছেন।
Video of the day
More Bangladesh News
Recent Photos and Videos

Web Statistics