Entertainment

‘অসম্ভব’ মুক্তি পাচ্ছে আজ অসম্ভব
সংগৃহিত ‘অসম্ভব’ সিনেমার পোস্টার

‘অসম্ভব’ মুক্তি পাচ্ছে আজ

Bangladesh Live News | @banglalivenews | 03 Nov 2023, 02:03 am

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ৩ নভেম্বর ২০২৩: বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস। ১৯৮৬ সালে রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ সিনেমার মধ্যদিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখন তিনি। এর আগে এই অভিনেত্রী কাজ করেছেন মঞ্চ ও টিভি নাটকে। এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাতা হিসেবে হাজির হচ্ছেন অরুণা বিশ্বাস। তার নির্মিত ‘অসম্ভব’ সিনেমাটি মুক্তি পাচ্ছে শুক্রবার।

প্রেম-সংঘাত, মান-অভিমান, নিজস্ব সংস্কৃতি এবং দেশপ্রেমে ঠাঁসা বুনোট গল্পের আটসাঁটের সিনেমা ‘অসম্ভব’। সরকারি অনুদানের এই সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গাজী আব্দুন নূর ও সোহানা সাবা। আরও আছেন আবুল হায়াত, শতাব্দী ওয়াদুদ, শাহেদ শরীফ খান, স্বাগতা, শহীদ কাদরী, নাফিস আহমেদ, যাত্রাসম্রাজ্ঞীখ্যাত জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।

অরুণা বিশ্বাস বলেন, ‘অভিনয়ের বাইরে অনেকদিন ক্যামেরার পেছনে কাজ করেছি। নাটক ছাড়াও দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে। সেই অভিজ্ঞতা নিয়েই “অসম্ভব” সিনেমার জন্য চ্যালেঞ্জ নিয়েছি। আমি চেষ্টা করেছি সুন্দর ও পরিচ্ছন্ন একটি সিনেমা নির্মাণ করার জন্য। দর্শকদের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।’

গাজী আব্দুন নূর বলেন, ‘নামের সঙ্গে সিনেমার গল্পের একটা মিল আছে। এর গল্পটা সত্যি অসম্ভব সুন্দর। পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে দেখার মতো একটি সিনেমা। আর অরুণা বিশ্বাস দেশের পরিচিত মুখ। এটি তার প্রথম সিনেমা। অনেক যতœ নিয়ে তিনি কাজটি করেছেন। আমাদের সবার বিশ্বাস, গল্পটি দর্শকদের পছন্দ হবে। আর এটি সবার ভালো লাগলে, আমাদের কষ্টও সার্থক হবে।’

তিনি আরও বলেন, ‘এই সিনেমায় কাজ করাটা আমার জন্য সৌভাগ্যের। শ্রী অমলেন্দু বিশ্বাস যাকে যাত্রার সম্রাট বলা হয় তার চরিত্রে অভিনয় করেছি। তার করে যাওয়া কিছু যাত্রাপালার অংশে আমি অভিনয় করার সুযোগ পেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় অর্জন।’

সোহানা সাবা বলেন, ‘খুব সাধারণ একটি গল্প “অসম্ভব”। পাশের বাড়ির পরিচিত গল্প। সিনেমায় আমাদের ঐতিহ্যবাহী যাত্রাশিল্প আছে, কমার্শিয়াল ধাঁচও আছে। শুটিং করার সময় এর চরিত্রটি দারুণ উপভোগ করেছি। পাশাপাশি এ সিনেমায় অরুণা দিদির মা শ্রদ্ধেয় জোৎস্না বিশ্বাস আন্টিকেও পেয়েছি।

‘অসম্ভব’র গানের গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, অতুল প্রসাদ সেন, ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় এবং গাজী মাজহারুর আনোয়ার। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অনিমা রায়, চম্পা বণিক।