Entertainment

শুটিংয়ে ফিরেছেন জায়েদ খান বাহাদুরী
সংগৃহিত চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা মৌ খান

শুটিংয়ে ফিরেছেন জায়েদ খান

Bangladesh Live News | @banglalivenews | 26 Nov 2022, 05:46 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ নভেম্বর ২০২২: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের কারণে সিনেমার কাজে অনেকদিন অংশগ্রহণ করতে পারেননি চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচনের ব্যস্ততার কারণেই মূলত তিনি সিনেমার কাজ থেকে দূরে ছিলেন। সবকিছু সামলে আবারও জায়েদ খান আপন ভুবনে ফিরেছেন।

জানা যায়, ‘বাহাদুরী’ সিনেমার মধ্যদিয়ে দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরলেন জায়েদ খান। তার সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌ খান। ২০১৭ সালের ২৫ এপ্রিল বিএফডিসিতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়েছিল। এরপর বেশকিছু অংশের শুটিং হওয়ার পর বিভিন্ন জটিলতার কারণে সিনেমার বাকি কাজ বেশ কয়েক বছর ধরে বন্ধ ছিল। অবশেষে জটিলতা কাটিয়ে ‘বাহাদুরী’ সিনেমার শুটিং শুরু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। বৃহষ্পতিবার জায়েদ-মৌ রাজধানীর মিরপুর, পল্লবী থানা ও এর আশেপাশের বিভিন্ন লোকেশানে শুটিংয়ে অংশ নিয়েছেন। এই শুটিং দিয়ে শেষ হচ্ছে পুরো সিনেমার কাজ।

খুব শিগগির সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হবে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে ‘বাহাদুরী’।

সর্বশেষ শিরোনাম

পরীমনির বিরুদ্ধে মাদক মামলা চলবে Sat, Feb 24 2024

ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক হচ্ছেন আজমেরি হক বাঁধন Thu, Feb 22 2024

রাফসান ইউটিউবের এশিয়া প্যাসিফিক সদর দফতরে আমন্ত্রিত হওয়া প্রথম বাংলাদেশি Sat, Feb 17 2024

হাসপাতালে অভিনেত্রী নুসরাত ফারিয়া Sat, Feb 10 2024

ঢাকায় কৌশানী মুখার্জি: শুরু হচ্ছে ‘ডার্ক ওয়ার্ল্ড’র শুটিং Thu, Feb 08 2024

জয়া আহসান ও সুমন ফারুকের ‘ফেরেশতে’র হ্যাট্রিক! Sun, Feb 04 2024

ঢাকা মাতাতে পুলিশের মঞ্চে অনুপম রায় Sat, Feb 03 2024

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘পেয়ারার সুবাস’ Thu, Feb 01 2024

প্রেক্ষাগৃহে নিজের সিনেমা দেখলেন পরী, সঙ্গে নায়ক-পরিচালক Wed, Jan 31 2024

নতুন মুখের নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’ Sun, Jan 28 2024