Entertainment

ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক হচ্ছেন আজমেরি হক বাঁধন ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
Badhon Haque/Instagram আজমেরি হক বাঁধন

ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক হচ্ছেন আজমেরি হক বাঁধন

Bangladesh Live News | @banglalivenews | 22 Feb 2024, 10:20 am

ঢাকা, ২২ ফেব্রুয়ারি: কর্ণাটক ফিল্ম একাডেমি আয়োজিত ১৫তম ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি হিসেবে আমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সেখানে প্রধান বিচারপতি হতে চলেছেন বাঁধন।

বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর ১৫ তম সংস্করণ ২৯ ফেব্রুয়ারি শুরু হবে এবং ৭ মার্চ পর্যন্ত চলবে। বাঁধন "এশিয়ান সিনেমা প্রতিযোগিতা" বিভাগের প্রধান বিচারক হবেন। সেখানে অংশ নিতে বাঁধন ২৮ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের বেঙ্গালুরুতে উড়ে যাবেন। ৮ মার্চ উৎসব থেকে ফিরে আসবেন তিনি।

উৎসব কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর জানানো হয়। এছাড়া বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সংবাদ মাধ্যমকে বাঁধন বলেন, "আমি খুব খুশি। এতদিন ভাবতাম, 'রেহানা' (রেহানা মরিয়ম নূর) নিয়ে উৎসবে ঘুরেছি, এখন কী নেব। কারণ শুধু ভ্রমণে এত আনন্দ নেই। আমি একজন অভিনেত্রী হিসেবে যেতে পারি। কিন্তু নিজের কাজ করতে যাওয়াটা অনেক মজার। আর আমি সেই আনন্দটা পেতে চাই।"

বিচারক হওয়া প্রসঙ্গে বাঁধন বলেন, "আমি একটি নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাব। অনেক নতুন মানুষের সাথে দেখা হবে, বিভিন্ন দেশের চলচ্চিত্র সম্পর্কে জানতে পারব। এটা খুবই আনন্দের।"

এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে অন্যান্য বিচারক হিসেবে থাকবেন নিনা কোচেলায়েভা (রাশিয়া), রোজানা আলোনসো (স্পেন), ক্যারি সাহনি (ইউকে) এবং সীতারাম (ভারত)। এই বিভাগে ৯টি দেশের মোট ১২টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। বাঁধন এবং অন্যান্য বিচারকরা তাদের মধ্য থেকে সেরা নির্বাচন করবেন।

ভারতের কর্ণাটক সরকারের ফিল্ম একাডেমি দ্বারা আয়োজিত এই উৎসবে দুটি প্রতিযোগিতার বিভাগও রয়েছে। সেগুলো হল ভারতীয় সিনেমা এবং কন্নড় সিনেমা। এছাড়াও আন্তর্জাতিক ফিপরেস্কি জুরি এবং নেটপ্যাক জুরি পুরস্কার থাকবে৷ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫টি ক্যাটাগরিতে ২০০ টিরও বেশি চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করছে।

এর আগে গত বছর ব্রাসেলসে অনুষ্ঠিত ‘আই অ্যাম টুমরো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ বিচারকের দায়িত্ব পালন করেন বাঁধন।