Entertainment

অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক অভিনেতা চঞ্চল চৌধুরী বেইলি রোড ফায়ার
Facebook চঞ্চল চৌধুরী

অগ্নিকাণ্ডের ঘটনায় হতবাক অভিনেতা চঞ্চল চৌধুরী

Bangladesh Live News | @banglalivenews | 02 Mar 2024, 07:09 am

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২ মার্চ ২০২৪: রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৪৬ বলে জানা গেছে। সাততলা ভবনের প্রায় পুরোটাই পুড়ে গেছে। মানুষের প্রাণহানীতে সবার মাঝে বিষাদের ছায়া নেমে এসেছে।

বেইলি রোডের এমন মর্মান্তিক হতাহতের ঘটনায় হতবাক হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার প্রিয় শহরে এমন দুর্ঘটনা যেন কিছুতেই মেনে নিতে পারছেন না এ অভিনেতা। চঞ্চল তার সোশ্যাল মিডিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া এ ভবনের আগের ও এখকার দুটি ছবি পাশাপাশি পোস্ট করে লিখেছেন, ‘হায়রে বেইলি রোড’। এ থেকে বোঝা যাচ্ছে এমন ঘটনা চঞ্চল হতবাক হয়েছেন। তার এ পোস্টে ভক্তরাও দুঃখ ও শোক প্রকাশ করছেন।

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বেইলি রোডের এ ভবনের প্রথম তলায় একটি রেস্তোরাঁয় আগুন লাগে এবং দ্রুত উপরের তলায় সেই আগুন ছড়িয়ে পড়ে। যেখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং একটি কাপড়ের দোকান ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট মোতায়েন করা হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এমন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।