Entertainment

মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মানহানির মামলা হাই প্রেসার-২
www.instagram.com/mosharraf_karim অভিনেতা মোশাররফ করিম

মোশাররফ করিমসহ ৪ জনের বিরুদ্ধে মানহানির মামলা

Bangladesh Live News | @banglalivenews | 19 Jul 2021, 11:00 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৯ জুলাই ২০২১: অভিনেতা মোশাররফ করিমসহ চারজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে।

রোববার (১৮ জুলাই) বিকেল ৩টায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৬ নং আমলি আদালতে বাদী হয়ে এ মামলা করেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি।

‘হাই প্রেসার-২’ নাটকে আইনজীবীদের হেয়প্রতিপন্ন করে বাজেভাবে উপস্থাপন করায় এ মামলা করা হয়।

অভিযুক্ত অন্যরা হলেন-অভিনেতা মো. জামিল হোসেন, ফারুক আহমেদ, ‘হাই প্রেসার-২’ নাটকের পরিচালক আদিবাসি মিজান। এছাড়া বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে দায়ী করা হয়।

অ্যাডভোকেট রফিকুল ইসলাম হোসাইনি বলেন, ‘হাই প্রেসার-২ নাটকে আমার পেশাকে কটাক্ষ করা হয়েছে। ফলে ক্ষুব্ধ হয়ে আমি মামলাটি করি। আমাদের উপস্থাপিত প্রমাণাধির সত্যতা যাচাই করে বিচারক চন্দন কান্তি নাথ মামলাটি গ্রহণ করেন।’

মামলাটি তদন্ত করে ১৮ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।