Entertainment

বড় পর্দায় এইবার রনবীরের স্ত্রীর ভূমিকায় দীপিকা

বড় পর্দায় এইবার রনবীরের স্ত্রীর ভূমিকায় দীপিকা

Bangladesh Live News | @banglalivenews | 13 Jun 2019, 02:52 pm
মুম্বাই, জুন ১৪ঃ জীবনের পরে বড় পর্দাতেও রণবীর ও দীপিকা।

আসস্ন কিছু মাস পরেই রনবীরকে ভারতের বিশ্বকাপ জয়ী অদিনায়ক কপিল দেবের
  ভূমিকায় পর্দায় দেখা যাবে।

ছবির নাম ৮৩।

 

এই ছবি আসলে ওয়েস্ট  ইন্ডিজে হাত থেকে বিশ্বকাপ যে ভারতীয় দল ১৯৮৩ সালে লন্ডনে ছিনিয়ে নিয়েছিল তাদের গল্প।

 

এই ছবিতেও দীপিকা অভিন্য করবেন রনবীরের স্ত্রী হিসেবে।

 

রোমি ভাটিয়ার ভূমিকায় ভূমিকায় এই সুন্দরীকে অভিনয় করতে দেখা যাবে।

 

‘পদ্মাবত’ চলচ্চিত্র ও বিয়ের পর এবারই প্রথম দীপবীরকে তার ভক্তেরা বড় পর্দায় দেখবেন।

 

তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় নির্মাণ হচ্ছে ছবিটি।

 

মুক্তি পাবে আগামী বছর এপ্রিল মাসে।