Entertainment

বছর জুড়ে জয়জয়কার ছিল ঢাকাই সিনেমার ঢাকাই সিনেমা
পিআইডি

বছর জুড়ে জয়জয়কার ছিল ঢাকাই সিনেমার

Bangladesh Live News | @banglalivenews | 27 Dec 2023, 01:47 am

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২৭ ডিসেম্বর ২০২৩: বিদায়ী বছরে বেশ কয়েকটি সিনেমা দেশের চলচ্চিত্রপ্রেমীদের মাঝে আলোড়ন তুলেছে। সিনেমা দেখার জন্য আগের মতো প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড় দেখা গেছে। বলা চলে ২০২৩ সালটি ছিল ঢাকাই সিনেমার জয়জয়কার।

চলতি বছর অর্ধশতাধিক সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্য থেকে কিছু সিনেমা দর্শকদের হলমুখী করেছে। ২০২৩ সালের আলোচিত কয়েকটি সিনেমা- ‘মুজিব: একটি জাতির রূপকার’: এ সিনেমাটির জন্য দেশের মানুষ মুখিয়ে ছিলেন নাম ঘোষণার পর থেকেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। সঙ্গত কারণেই সিনেমাটি নিয়ে সবার আগ্রহ ছিল। এটি একসঙ্গে দেশের ১৫৩টিরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলতি বছরের ১৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়।

‘প্রিয়তমা’: চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পায় ‘প্রিয়তমা’ শিরোনামের এ সিনেমা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সিনেমাটি মুক্তির পর রীতিমতো দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে ঝড় তুলেছিল। নির্মাতা হিমেল আশরাফ সিনেমাটি পরিচালনা করেছেন। এটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের নতুন লুক দর্শকদের মাঝে সাড়া ফেলেছিল। এ সিনেমার ‘ও প্রিয়তমা’ও ‘ঈশ্বর’ শিরোনামের দুটি গান সুপার-ডুপার হিট হয়। শাকিব খান ছাড়াও এ সিনেমায় ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, কাজী হায়াৎসহ আরও অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি ২৯ জুন মুক্তি পায়।

‘সুড়ঙ্গ’: এ সিনেমাটিও চলতি বছরের ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পায়। এর মাধ্যমে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর চলচ্চিত্রে অভিষেক ঘটে। প্রথম সিনেমায় ভক্তদের চমকে দেন এ অভিনেতা। ঈদুল আজহায় দেশের মাল্টিপ্লেক্সগুলোতে ‘সুড়ঙ্গ’দেখতে দর্শকদের উপচেপড়া ভিড় দেখা গেছে। ‘সুড়ঙ্গ’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘পরাণ’ খ্যাত পরিচালক রায়হান রাফি।

‘লিডার: আমিই বাংলাদেশ’: চলতি বছরের ২২ এপ্রিল মুক্তি পায় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে ফিরেছিলেন শাকিব খান। এ সিনেমা নিয়েও দর্শকের মাঝে আগ্রহের কমতি ছিল না।

‘প্রহেলিকা’: ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ সিনেমাটিও সবার দৃষ্টি কাড়ে। ছোটপর্দার অভিনেতা মাহফুজ আহমেদ ও বুবলী অভিনীত এ সিনেমা সাধারণ দর্শকের পাশাপাশি চলচ্চিত্র বোদ্ধারাও পছন্দ করেছেন। সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’ সংগীতপ্রেমীদের মুখে মুখে শোনা গেছে। এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কোনাল।