Entertainment

এবারের ঈদে হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ ঈদ নাটক
সংগৃহিত ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের একটি দৃশ্যে সজল নূর ও সারিকা সাবরিন

এবারের ঈদে হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

Bangladesh Live News | @banglalivenews | 28 Jun 2023, 11:44 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২৮ জুন ২০২৩: নন্দিত উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন। নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’, প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে।

প্রতিবছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। তার নাটকের নাম যেমন ব্যতিক্রমী এবং ছন্দময়, তেমনি গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। বরেণ্য এ নির্মাতার প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য, যে কারণে এই ভিউ বাণিজ্যের যুগেও পরিবার নিয়ে দর্শকরা তার নাটক উপভোগ করেন।

গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে। নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশান এবং কক্সবাজারের সবচাইতে দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিনদিন নাটকটি ধারণ করা হয়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সজল নূর, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ।

নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতের কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। আবহ সংগীত করেছেন এম এ রহমান। নাটকের একটি দৃশ্যে গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সুবর্ণা আক্তার। নাটকটি পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।