Entertainment

রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ কন্টেস্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মেটালিকার কনসার্টে অংশ নিতে পারবেন ৬ কুইজ বিজয়ী

রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ কন্টেস্ট যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মেটালিকার কনসার্টে অংশ নিতে পারবেন ৬ কুইজ বিজয়ী

| | 12 Jul 2016, 01:32 pm
ঢাকা, জুলাই ১২: বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রখ্যাত হেভি মেটাল ব্যান্ড মেটালিকা’র কনসার্টে অংশ নেয়ার এক অপূর্ব সুযোগ এনেছে রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপ।

একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে সুযোগটি গ্রহণ করতে পারেন রবি গ্রাহকরা। শুধু তাই নয় কনসার্ট চলাকালে শিল্পীদের সাথে মঞ্চের বাইরে সাক্ষাতের সুযোগ পাবেন বিজয়ীরা।

 

আকর্ষণীয় এ প্রতিযোগীতায় অংশগ্রহণের নিয়মটি খুবই সহজ। মেটালিকা কনটেস্টে অংশ নেয়ার জন্য ৮ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপে মেটালিকা’র ভিন্ন ভিন্ন ৫০টি গান শুনতে হবে রবি গ্রাহকদের। এরপর নির্বাচিত শ্রোতাদের মধ্যে ২৭ জুলাই ২৪ ঘন্টাব্যাপী একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, একটি বিবৃতির মাধ্যমে জানায় রবি।

 

"এসএমএস’র মাধ্যমে মেটালিকা’র গান সম্পর্কে সঠিক উত্তর দিয়ে ২০ পয়েন্ট অর্জনকারী প্রথম ছয় (৬) প্রতিযোগী যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য মেটলিকার কনসার্টে অংশগ্রহণ এবং শিল্পীদের সাথে দেখা করার সুযোগ পাবেন। প্রতিটি এসএমএস কুইজের সঠিক উত্তরের জন্য ১ পয়েন্ট অর্জন করবেন প্রতিযোগীরা। বিস্তারিত জানতে https://www.robi.com.bd/yonder-music/ সাইটটি ভিজিট করতে পারেন," জানায় রবি।

 

বিনামূল্যে দেশ-বিদেশের সমৃদ্ধ গানের ভা-ার রবি ইয়ন্ডার মিউজিক অ্যাপ উপভোগ করতে গ্রাহককে একটি ডাটা প্যাক চালু রাখতে হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি ডাটা প্যাক চালু করেছে রবি। গ্রাহকরা ২৮ দিন মেয়াদী ৪৬০৮ এমবি, ৩০৭২ এমবি, ২০৪৮ এমবি ও ১০২৪ এমবি ডাটা প্যাক বেছে নিতে পারেন যার মূল্য পড়বে যথাক্রমে ৪৯৯ টাকা, ৩৭৭ টাকা, ২৬৪.৫৫ টাকা ও ১৭৫ টাকা। কিন্তু কোন গ্রাহক যদি ১৪ দিনের জন্য ২০৪৮ এমবি প্যাক গ্রহণ করেন তবে মূল্য পড়বে মাত্র ১৪৯ টাকা।

 

এছাড়া কেউ যদি ৭ দিনের প্যাক গ্রহণ করতে চান তবে তিনি ১৫০ এমবি বা ১০২৪ এমবি বেছে নিতে পারেন যার মূল্য পড়বে যথাক্রমে ২৪ টাকা ও ৭৫ টাকা। অন্যদিকে ১০ টাকায় ৪৫ এমবি ডাটা গ্রহণ করা যাবে যার মেয়াদ হবে ১ দিন। ৪৯ টাকা মূল্যমানের একটি স্ক্র্যাচ কার্ডও রয়েছে যাতে ৭ দিন মেয়াদী ৫০০ এমবি ডাটা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

 

গত ২৪ মে চালু হওয়া রবি-ইয়ন্ডার মিউজিক অ্যাপটি ৭ জুলাই পর্যন্ত সকল মোবাইল ফোন গ্রাহকদের জন্য উন্মুক্ত ছিল। প্রোমোশনাল পিরিয়ড শেষে ৮ জুলাই থেকে শুধু রবি গ্রাহকরা প্লাটফরমটি উপভোগ করতে পারছেন।

 

মেটালিকার কনসার্টে অংশগ্রহণের সুযোগটি দিয়ে শুরু, সামনের দিনগুলোলোতে দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য আরো বিভিন্ন আকর্ষণীয় অফার চালুর পরিকল্পনা রয়েছে রবি-ইয়ন্ডার মিউজিকের।