Entertainment

মাহমুদ কলিকে সঙ্গে নিয়ে সিনেমার সুদিন ফেরাতে চান নিপুণ বাংলাদেশী সিনেমা
Instagram নিপুণ আক্তার

মাহমুদ কলিকে সঙ্গে নিয়ে সিনেমার সুদিন ফেরাতে চান নিপুণ

Bangladesh Live News | @banglalivenews | 20 Mar 2024, 08:27 am

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ২০ মার্চ ২০২৪: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা মাহমুদ কলি। দীর্ঘদিন তিনি রূপালী পর্দায় দর্শক মাতিয়েছেন। দুই দফায় বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের দায়িত্ব পালন করেছেন। এবার আবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে নিপুণ আক্তারের প্যানেলের সভাপতি পদে নির্বাচন করবেন তিনি।

এ বিষয়ে রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘অনেকের ধারণার বাইরে ছিল যে মাহমুদ কলি সভাপতি পদে আসবেন। আমি এ জায়গাটায় অভিজ্ঞ মানুষকে চেয়েছি। যাঁরা এর আগে শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন, তাঁরাই আসুক এখানে। সেই দিক থেকে মাহমুদ কলি ভাই খুবই অভিজ্ঞ। এর আগে দুবার সভাপতি, দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর জন্য এ জায়গাটা থেকে কাজ করা অনেক সহজ হবে। আমরা শিল্পীরা তাঁকে পেয়ে আনন্দিত। সবাই এখন সিনেমার সোনালি অতীতের কথা বলেন। আমরা মাহমুদ কলি ভাইকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চাই’।

সভাপতি প্রার্থী মাহমুদ কলি বলেন, ‘আমি একটা সময় সবাইকে সঙ্গে নিয়ে এখানে কাজ করেছি। আমি এখন আর সিনেমা করব না, এখানে শুধুই শিল্পীদের জন্যই কাজ করতে আসা। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে নির্বাচিত করুন, শিল্পীদের জন্য, সিনেমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে’।

মাহমুদ কলির প্রথম চলচ্চিত্র ‘মাস্তান’। তিনি এই চলচ্চিত্রে সহ-অভিনেতার ভূমিকায় ছিলেন। এরপর ১৯৭৮ সালে অশোক ঘোষ নির্মিত ‘তুফান’ চলচ্চিত্রে মূল নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘লাভ ইন সিঙ্গাপুর’, ‘গোলমাল’, ‘নেপালি মেয়ে’, ‘শ্বশুরবাড়ি’, ‘সুপারস্টার’, ‘গ্রেফতার’সহ অসংখ্য সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন মাহমুদ কলি।