Entertainment

অক্টোবরে আসছে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’ ছায়াবৃক্ষ
সংগৃহিত ‘ছায়াবৃক্ষ’ ছবিতে চা শ্রমিকের বেশে অপু বিশ্বাস

অক্টোবরে আসছে নিরব-অপুর ‘ছায়াবৃক্ষ’

Bangladesh Live News | @banglalivenews | 31 Jul 2023, 11:18 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ৩১ জুলাই ২০২৩: এবারের ঈদে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটি ঈদের দিন থেকেই দর্শকেদর মধ্যে বেশ আলোচনায় ছিল। রোববার বিকেলে সিনেমাটি কলকাতায় নন্দনের ৫ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। এরই মধ্যে পরিচালক জানালেন নতুন খবর। তার নির্মিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন।

ইতিমধ্যে ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটির পোস্টার প্রকাশ করেছে। সরকারি অনুদান প্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটিতে জুটি বেঁধেছেন অভিনেতা নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে বন্ধন বিশ্বাস বলেন, অক্টোবরে যে কোনো শুক্রবারে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবো। ঢাকাই গিয়ে সিনেমাটির তারিখ জানাতে পারব। ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করেছি। তিনি আরও বলেন, ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে নির্মাণ করেছি। সিনেমাপ্রেমী ও সাধারণ মানুষের প্রত্যাশা তা পূরণে সক্ষম হবো বলে মনে করি। মোট কথা দর্শক ভিন্ন ধরনের অন্যরকম একটা গল্প শিগগিরই দেখবেন বড় পর্দায়।

এ সিনেমায় নিরব-অপু ছাড়া আরও অভিনয় করছেন কাজী নওশাবা, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, মাহমুদুল ইসলাম মিঠু।

এদিকে কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ঈদে মুক্তি পাওয়া ‘লাল শাড়ি’ ছবিটি। সরকারি অনুদানে তৈরি ‘লাল শাড়ি’ ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে তৈরি হয়েছে।

মফস্সলের একটি তাঁতপল্লিকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। ঈদে মুক্তি পাওয়া এই ছবিতে অপু বিশ্বাস ও সাইমনের পর্দার রসায়ন দর্শকেরা বেশ উপভোগ করেছেন বলে জানান পরিচালক।

ছবিতে অপু বিশ্বাসের চরিত্রের নাম শ্রাবণী, যে এক তাঁতশ্রমিকের মেয়ে। আর সাইমন সাদিকের চরিত্রের নাম রাজু, যাকে দেখা যায় তাঁতশ্রমিক হিসেবে। আমাদের দেশে একসময় তাঁতশিল্প দারুণ সমৃদ্ধ ছিল। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়কে গল্পে উপজীব্য করেই ‘লাল শাড়ি’ ছবির কাহিনি গড়ে উঠেছে। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন তানভির সিডনি। চিত্রনাট্য করেছেন পরিচালক বন্ধন বিশ্বাস।