Entertainment

৩০ বছরের চলচ্চিত্র জীবনে নায়ক সালমান শাহ ও সহশিল্পীদের স্মরণ করলেন শাবনূর শাবনূর-সালমান শাহ
সংগৃহিত সালমান শাহর সংগে শাবনূর

৩০ বছরের চলচ্চিত্র জীবনে নায়ক সালমান শাহ ও সহশিল্পীদের স্মরণ করলেন শাবনূর

Bangladesh Live News | @banglalivenews | 16 Oct 2023, 11:48 pm

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ১৬ অক্টোবর ২০২৩: ঢাকাই সিনেমার এক সময়ের দর্শকনন্দিত চিত্রনায়িকা শাবনূর। দেখতে দেখতে তার চলচ্চিত্র ক্যারিয়ারের তিনটি দশক অতিক্রম করেছেন। ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে তিনি একজন অন্যতম সফল নায়িকা। শাবনূরের ক্যারিয়ারের প্রায় সব সিনেমাই ব্যবসা সফল। তিনি কাজ করেছেন ঢালিউডের সব তুমুল জনপ্রিয় নায়কদের সঙ্গে। তার দীর্ঘ ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুখ, আনন্দ-বেদনার স্মৃতি।

অভিনয় জীবনের ৩০ বছরে এসে তিনি স্মৃতিচারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন। এতে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের অনেক কথা তুলে ধরার চেষ্টা করেছেন। শুরুতে শাবনূর লেখেন, সবার ভালোবাসায় চলচ্চিত্র জীবনের পথচলায় তিন দশক পার করে দিলাম, আলহামদুলিল্লাহ। স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা প্রয়াত এহতেশাম দাদুর ‘চাঁদনী রাতে’ ছবির মাধ্যমে ১৯৯৩ সালের ১৫ই অক্টোবর আমার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিলো। প্রথম এই সিনেমায় আমার সহশিল্পী ছিলেন নায়ক সাব্বির। আমার চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক গুণী পরিচালকের ছবিতে কাজ করার সুযোগ হয়েছে।

ক্যারিয়ারের উল্লেখযোগ্য সিনেমার কথাও তুলে আনেন শাবনূর। এ বিষয়ে তিনি উল্লেখ করেন, যেসব চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছি তার মধ্যে ব্যবসা সফল ও দর্শক-সমালোচক জরিপে অন্যতম সেরা ছবিগুলো হলো- স্বপ্নের ঠিকানা, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের নায়ক, তোমাকে চাই, তুমি আমার, আনন্দ অশ্রু, প্রেম পিয়াসী, সুজন সখী, জীবন সংসার, মহামিলন, বিক্ষোভ, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে, দুই নয়নের আলো, নিরন্তর, মোল্লা বাড়ির বউ, বিয়ের ফুল, নারীর মন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, সুন্দরী বধূ, ফুল নেব না অশ্রু নেব, প্রেমের তাজমহল, পৃথিবী তোমার আমার, কাজের মেয়ে, বস্তির মেয়ে, মধুর মিলন, বুক ভরা ভালোবাসা, স্বপ্নের বাসর, ও প্রিয়া তুমি কোথায়, স্বপ্নের ভালোবাসা, তোমার জন্য পাগল, চার সতীনের ঘর, আমার স্বপ্ন তুমি, আমার প্রাণের স্বামী, ১ টাকার বউ, তুমি শুধু তুমি, কঠিন প্রেম, ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া ও স্বামী স্ত্রীর যুদ্ধ প্রভৃতি।

অমর নায়ক সালমান শাহর স্মৃতিও তার পোস্টে তুলে আনতে ভুল করেননি তিনি। এ বিষয়ে শাবনূর লেখেন, আসলে আমার অভিনীত প্রতিটা ছবিই আমার কাছে প্রিয়। সহশিল্পীদের মধ্যে প্রয়াত সালমান শাহর সাথে আমার জুটি ছিল সবথেকে বেশি দর্শকপ্রিয়। সালমানের অকাল মৃত্যুর আগ পর্যন্ত মাত্র চার বছরে আমি ও সালমান সর্বাধিক ১৪টি দর্শক নন্দিত ও ব্যাবসা সফল ছবিতে জুটি বেধে কাজ করেছিলাম।