Entertainment

অবশেষে বাংলাদেশে পা রাখলেন সানি লিওন সানি লিওন
সানি লিওন টুইটার পেজ

অবশেষে বাংলাদেশে পা রাখলেন সানি লিওন

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 13 Mar 2022, 06:15 pm

ঢাকা, ১৩ মার্চ ২০২২: অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওন।

শনিবার (১২ মার্চ) বিকেল ৫টায় ফেসবুকে ছবি পোস্ট করে ক্যাপশনের মাধ্যমে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

এদিন বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশে এসে আমি খুব খুশি।’ সেখানে নায়িকাকে বেশ উচ্ছ্বসিত দেখাচ্ছে। তার পেছনে সাইনবোর্ডে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখাটি স্পষ্ট।

এর কয়েক মিনিট পর ফেসবুকে আরেকটি সেলফি পোস্ট করেন সানি লিওন।

সেখানে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে দেখা যাচ্ছে। নায়িকা লিখেছেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত।’ এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়েছিল। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানি লিওনের অনুমতি বাতিল করা হয়।

এদিকে রাত পার হতেই দেখা গেল ভিন্ন চিত্র। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবি পোস্ট করে বিকেল ৫টায় বাংলাদেশে আসার কথা জানিয়েছেন সানি লিওন।

ক্যাপশনে লিখেছেন, ‘এই সুন্দর দেশে এসে আমি খুব খুশি।’ মিনিট কয়েক পর আরও একটি ছবি পোস্ট করেন সানি লিওন। সেখানে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও বাংলাদেশের গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে দেখা যাচ্ছে।


সানি লিখেছেন, 'ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত।'

এদিকে ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও আলোচিত বলিউড তারকা সানি লিওন ঢাকায় আসার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতারা হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে সানি লিওনের অবস্থান সহ্য করা হবে না। অবিলম্বে তাকে নিজ দেশে ফেরত পাঠাতে হবে।

বিবৃতিতে ইসলামী ঐক্যজোট শীর্ষ দুই নেতা আরও বলেন, আমরা শুনেছি- বিতর্কিত তারকার আসার পেছনে ‘গান বাংলা’ টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস জড়িত। সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন গর্হিত কাজ করায় তাকেও আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে।

সূত্র জানিয়েছে, কৌশিক হোসেন তাপসের মেয়ের বিয়ে উপলক্ষে নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপনে সানি লিওন ঢাকায় এসেছেন। যদিও বিষয়টি তিনি গোপন রাখেননি।

উল্লেখ্য, এর আগেও ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। তখন ইসলামিক সংগঠনগুলোর আপত্তির মুখে তাকে আসার অনুমতি দেওয়া হয়নি।