Entertainment

টলিউড: প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির স্বাস্থ্য অত্যন্ত সঙ্কটজনক, বলছেন কলকাতা হাসপাতাল সৌমিত্র চ্যাটার্জি

টলিউড: প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির স্বাস্থ্য অত্যন্ত সঙ্কটজনক, বলছেন কলকাতা হাসপাতাল

Bangladesh Live News | @banglalivenews | 14 Nov 2020, 08:32 pm

ঢাকা, ১৪ নভেম্বর ২০২০: কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির গত ২৪ ঘন্টায় শারীরিক অবস্থা আরও অবনতি হওয়ায় তাকে সর্বোচ্চ জীবন সমর্থনে (ম্যাক্সিমাম লাইফ সাপোর্ট) রাখা হয়েছে এবং তিনি দক্ষিণ কলকাতার বেলু ভি ক্লিনিকে চিকিৎসাধীন। প্রায় ৪০ দিন ধরে এই অভিনেতার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন সেখানকার ডাক্তাররা শনিবার সন্ধ্যায়।

"গত ২৪ ঘন্টা ধরে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা ভালো হয়নি এবং তিনি বিভিন্ন লাইফ সাপোর্টে আছেন, এবং মনে হচ্ছে গত ৪০ দিন ধরে আমাদের লড়াই তাকে সুস্থ করার জন্য যথেষ্ট নয়," বলেন বেল ভু হাসপাতালের মেডিকেল টিমের অন্যতম সিনিয়র ডাক্তার অরিন্দম কর।

ডঃ কর বলেন, "আমরা তার পরিবারের সদস্য এবং আত্মীয়স্বজনদের তার অত্যন্ত সঙ্কটজনক শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করেছি এবং একটি বেদনাদায়ক হৃদয় দিয়ে তারা স্বীকার করেছে যে একটি অলৌকিক ঘটনা ছাড়া আর কিছুই তাকে এই পরিস্থিতি থেকে বের করতে পারবে না।"

"আমরা অবশ্যই তাকে আমাদের সেরাটা দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে তিনি বর্তমান চিকিৎসায় সাড়া দিচ্ছেন না, এবং তার পরিস্থিতি সত্যিই গুরুতর," যোগ করেন সিনিয়র চিকিৎসক।

অক্টোবরের প্রথম সপ্তাহে প্রখ্যাত অভিনেতা, কবি ও নাট্যব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মিটো পার্ক এলাকার বেল ভু ক্লিনিকে ভর্তি হন।

কয়েক সপ্তাহ পরে, চ্যাটার্জি নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন, যদিও তিনি তার অন্যান্য রোগের জন্য চিকিৎসাধীন।