Entertainment

রায়হান রাফি-শাকিব খানের একসঙ্গে কাজ করার ঘোষণা তুফান
Facebook তুফানের অফিসিয়াল পোস্টার

রায়হান রাফি-শাকিব খানের একসঙ্গে কাজ করার ঘোষণা

Bangladesh Live News | @banglalivenews | 14 Dec 2023, 11:43 am

ঢাকা, ডিসেম্বর ১৪: সম্প্রতি চঞ্চল চৌধুরী অভিনীত রেদোয়ান রনি পরিচালিত নতুন চলচ্চিত্র 'ডোম'-এর ঘোষণার পর আলফা-আই স্টুডিওএবং ভারতীয় চলচ্চিত্র প্রযোজনা ও বিতরণ সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ) সোমবার আরেকটি বড় ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছে।

ঢালিউডের অন্যতম রোমাঞ্চকর নতুন পরিচালক রায়হান রাফি প্রথমবারের মতো 'তুফান' শিরোনামের একটি ছবিতে ঢালিউডের সবচেয়ে বড়, সর্বাধিক নির্ভরযোগ্য সুপারস্টার শাকিব খানকে পরিচালনা করার সুযোগ পাচ্ছেন।

সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নির্মাতা, পরিচালক রায়হান রাফি ও শাকিব খান এ তথ্য জানান।

তিনি বলেন, 'আমি সবসময় বলেএসেছি, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের জন্য অসীম সম্ভাবনা রয়েছে। দেশি-বিদেশি প্রায় তিন কোটি বাংলাভাষী দর্শক নিয়ে আমাদের সিনেমার বিশাল বাজার রয়েছে। রাফি ছবিটি পরিচালনা করছেন যার সাথে আমি প্রথমবারের মতো কাজ করছি এবং তিনটি বড় প্রযোজনা সংস্থা এতে সহযোগিতা করছে। সব মিলিয়ে এই ছবিটি নিয়ে আমি উচ্ছ্বসিত," সংবাদ সম্মেলনে বলেন শাকিব খান।

রায়হান রাফি বলেন, 'আমি ছবিটি নিয়ে রোমাঞ্চিত কারণ এটি সুপারস্টার শাকিব খানের সাথে আমার প্রথম চলচ্চিত্র হবে এবং এই ছবিটি এবং পূর্বে ঘোষিত 'ডোম' ছবির জন্য তিনটি বিশাল চলচ্চিত্র সংস্থা একসাথে কাজ করছে। এটি নিঃসন্দেহে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

চোরকির সিইও রেদোয়ান রনি, এসভিএফের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক মহেন্দ্র সোনি এবং আলফা-আই স্টুডিওর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল চলচ্চিত্রটি সম্পর্কে বক্তব্য রাখেন।

শিগগিরই ছবিটির শুটিং শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং আগামী বছরের ঈদুল আজহায় এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন।