Entertainment

‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি অনগ্রসর ও অনারীবাদী চিন্তার, মনে করেন জেমস ক্যামেরন

‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটি অনগ্রসর ও অনারীবাদী চিন্তার, মনে করেন জেমস ক্যামেরন

| | 25 Aug 2017, 10:51 pm
লস এঞ্জেলেস,আগস্ট ২৫ঃ হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরন এই বছরের বাণিজ্যিকভাবে সফল ‘ওয়ান্ডার ওম্যান’ ছবিটিকে 'অনগ্রসর ও অনারীবাদী চিন্তার' বলেছেন।

এই বছরের সব থেকে সফল হলিউড ছবির মধ্যে এইটি একটি।

 

প্রসঙ্গত, মুক্তির পর থেকে শুধু মানুষের মন জয় করাই নয়, নারী নির্মাতা প্যাটি জেনকিন্সের এ সিনেমাটিকে হলিউডের ইতিহাসে সফলতম ‘নারী সুপারহিরো’ হিসেবেও ডাক দিয়েছেন সমালোচকেরা।

 


‘ব্যাটম্যান’, ‘স্পাইডার ম্যান’ ও ‘সুপারম্যান’ এর মত পুরুষ সুপারহিরো চরিত্রেগুলোর মাঝে ‘ওয়ান্ডার ওম্যান’ অনেকটাই আলাদা।

 


ডিসি কমিক্স ‘ওয়ান্ডার ওম্যান’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে এই ছবি।

 

ওয়ান্ডার ওম্যান চরিত্রে অভিনয় করেছেন মিস ইসরাইল গ্যাল গ্যাডট।

 


মুক্তির পর থেকে এখনও পর্যন্ত ৮০ কোটি মার্কিন ডলার ঘরে তুলতে সফল হয়েছে এই ছবি।

 

দ্য গার্ডিয়ান’কে, জেমস ক্যামেরন বলেছেনঃ "সবাই ‘ওয়ান্ডার ওম্যান’কে সফল ‘নারী সুপারহিরো’ সিনেমা হিসেবে স্বাগত জানালেও আমার কাছে একে অত্যন্ত অনগ্রসর ও অনারীবাদী চিন্তার একটি সিনেমা বলে মনে হয়েছে। ‘ওয়ান্ডার ওম্যান’ একটি ‘অবজেক্টিফাইড’ চরিত্র। এটি কোনোভাবেই নারীবাদকে প্রতিষ্ঠিত করতে পারেনি।”

 

"এতোদিন হলিউডের সুপারহিরো সিনেমায় যেমন পুরুষতান্ত্রিক অধিপত্য দেখা গেছে, ‘ওয়ান্ডার ওম্যান’ ঠিক তেমনভাবেই নারীবাদী অধিপত্য বিস্তার করেছে। নতুন কিছু তারা করতে পারেনি," উনি বলেন।