Entertainment

রাজনীতির শিকার চিত্রনায়িকা পূর্ণিমা রাজনীতি
সংগৃহিত দিলারা হানিফ পূর্ণিমা

রাজনীতির শিকার চিত্রনায়িকা পূর্ণিমা

Bangladesh Live News | @banglalivenews | 14 Nov 2023, 12:59 am

বিনোদন প্রতিবেদক, ঢাকা, ১৪ নভেম্বর ২০২৩: অসংখ্য ব্যবসাসফল সিনেমার নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। কিছুদিন আগেই ক্যারিয়ারের ২৫ বছর পূর্ণ করেছেন তিনি। এক সময় সরব থাকলেও বর্তমানে খুব একটা সিনেমায় পাওয়া যায় না এই অভিনেত্রীকে। এর একটি কারণ- পছন্দ মতো চরিত্র না পাওয়া।

আর অন্যটি হলো- তিনি রাজনীতির শিকার! সম্প্রতি রাজধানীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে গণমাধ্যমে এমন মন্তব্য করেন পূর্ণিমা।

তার কথায়, ‘চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী গুণী শিল্পী মারা গেছেন। কোনো কোনো রাজনীতি তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার! আমিও কিছু কিছু ছবি থেকে বাদ পড়েছি, আমি জানি। যদিও আমি বলি, আমি করিনি কিছু কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। এখন কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।’

বড় পর্দায় কাজ কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তোবা আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সেরকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। আর যেসব ছবি হচ্ছে আমি হয়তোবা ম্যাচ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘ওটিটি প্লাটফর্মে একটি কাজ করেছি। ওটিটির অনেক অফার আসে। ওটিটির যে অফারগুলো আসে ওগুলোর আবার একই জিনিস, আমি হয়তোবা ওসব চরিত্রের সঙ্গে ম্যাচ করতে পারি না। তাই কাজগুলো খুব একটা বেশি করা হয় না।’

সঙ্গে যোগ করেন এই অভিনেত্রী বলেন, ‘কিছু গল্পে আছে, যেখানে হয়তো কিছু আপত্তিকর দৃশ্য অভিনয় করতে হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো আপত্তিকর দৃশ্যে কাজ করতে পারব না। ওটিটিতে যেহেতু সেন্সরের কিছু নেই, দেখা গেল ওই গল্পের জন্য দৃশ্যটা খুবই জরুরি ছিল। এমন সব গল্প আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে। পরে হয়তো আরও ভালো কোনো অভিনেত্রীকে তারা নিয়ে নিচ্ছে। এ কারণে আমি মনে করি, এটা আমারই ব্যক্তিগত সমস্যা।’