Muktijudho

সোহরাওয়ার্দী উদ্যানে ‘জয় বাংলার জয়োৎসব’ শুরু জয় বাংলার জয়োৎসব
ছবি: সংগৃহিত ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে জয়বাংলা উৎসবের আয়োজন করা হয়েছে

সোহরাওয়ার্দী উদ্যানে ‘জয় বাংলার জয়োৎসব’ শুরু

Bangladesh Live News | @banglalivenews | 26 Mar 2022, 03:32 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৬ মার্চ ২০২২: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পাঁচদিনব্যাপী ‘জয় বাংলার জয়োৎসব’ কর্মসূচি রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় এ জয়োৎসব শুরু হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যার ওপর নির্মিত তথ্য ও প্রামাণ্যচিত্র 'সেই রাতের কথা বলতে এসেছি' দিয়ে শুরু হয় এ উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। দর্শক সারিতে এ সময় প্রায় এক হাজার লোক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৩ মার্চ এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, সম্প্রতি ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করায় এ উদযাপনের নামকরণ করা হয়েছে ‘জয় বাংলার জয়োৎসব’।

পাঁচদিনব্যাপী এ কর্মসূচির মধ্য দিয়ে একই সঙ্গে জাতীয় গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবসও পালন করা হবে। এ কর্মসূচির আওতায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে সারাদেশে রাত ৯টায় এক মিনিটের জন্য ব্ল্যাকআউট পালন করা হয়।

ব্যতিক্রমধর্মী এ কর্মসূচির প্রথম চারদিনের অনুষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে হবে। পঞ্চম দিনের সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হবে হাতিরঝিলে।

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023