Muktijudho

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠন, ১২ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি মুক্তিযোদ্ধা
সংগৃহিত একাত্তরের বীর মুক্তিযোদ্ধা

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠন, ১২ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি

Bangladesh Live News | @banglalivenews | 20 Jul 2021, 09:43 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২০ জুলাই ২০২১: বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তৎকালীন সময়ে (১৯৭১ সাল) যুক্তরাজ্য প্রবাসী ১২ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে সরকার। গত ১৩ জুলাই তাদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে রোববার (১৮ জুলাই) তা গেজেট আকারে প্রকাশিত হয়। এর আগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৭৪তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

মুক্তিযোদ্ধা হিসেবে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটে অন্তর্ভুক্ত ১২ জনের মধ্যে (গেজেট নং-২) যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক (গেজেট নং-৩), সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক (গেজেট নং-৪), জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক এনামুল হক (গেজেট নং-৫), সাবেক মন্ত্রী (সদ্য প্রয়াত) জাকারিয়া চৌধুরী (গেজেট নং-৬), সাবেক রাষ্ট্রদূত রাজিউল হাসান (গেজেটনং-৭), সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (গেজেট নং-১২) রয়েছেন।

এছাড়া ঢাকার গুলশানের আব্দুল মজিদ চৌধুরী (গেজেট নং-৮), গোপালগঞ্জের কাশিয়ানির সৈয়দ মোজাম্মেল আলী (গেজেট নং-৯), ঢাকার গুলশানের আবুল খায়ের নজরুল ইসলাম (গেজেট নং-১০), সিলেট অম্বরখানার মাহমুদ আব্দুর রউফ (গেজেট নং-১১) ও হবিগঞ্জের আফরাজ আফগান চৌধুরী (গেজেট নং-১৩) মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায়, এর আগে ২০১৯ সালে যুক্তরাজ্যে গঠিত ১৩১টি সংগঠনের কেন্দ্রীয় সংগঠন স্টিয়ারিং কমিটির আহ্বায়ক মরহুম মো. আজিজুল হক ভূঁঞাকে প্রবাসে বিশ্ব জনমত গঠন গেজেটের ১নং সদস্য হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হয়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে প্রবাসে বিশ্ব জনমত গঠনে সক্রিয় সংগঠক ও ব্যক্তিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়ার উদ্যোগ নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এজন্য তাদের জীবন বৃত্তান্ত নিতে একটি ফরম প্রকাশ করেছে মন্ত্রণালয়।

ফরমে স্বাধীনতা সংগ্রামে প্রবাসে বিশ্ব জনমত গঠনে সক্রিয় সংগঠকের নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর, পেশা, ১৯৭১ সালে বহির্বিশ্বে অবস্থানকালীন ঠিকানা, স্বাধীনতার পক্ষে ভূমিকা ও প্রমাণ সমূহের তথ্য দিতে হবে। এছাড়া তিনজন সংগঠক/সাক্ষীর নাম, ফোন ও ই-মেইল আইডিও দিয়ে আবেদন করারও সুযোগ রাখা হয়।

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা বিশ্ব জনমত গঠনে কাজ করেছেন তারা আগামী সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্তির আবেদন করতে পারবেন।

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023