Muktijudho

মুক্তিযুদ্ধঃ জুলাই ১৪এ ইউসুফের শুনানি

মুক্তিযুদ্ধঃ জুলাই ১৪এ ইউসুফের শুনানি

| | 05 Jul 2013, 01:18 am
ঢাকা, জুলাই ৪: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার জানায় যে মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে অভিযুক্ত জামাত-এ-ইসলামী নেতা একেএম ইউসুফের বিরুদ্ধে আনা সব চার্জের শুনানি হবে জুলাই ১৪এ।

 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেয় ইউসুফের জন্যে ট্রাইব্যুনালে আসা-যাওয়ার সময় আরামদায়ক পরিবহনের ব্যবস্থা করতে।

 
 ইউসুফের উকিল মোঃ সৈফুর রহমানের দায়ের করা পিটিশনের শুনানির শেষে জাস্টিস ওবাইদুল হাসানের নেতৃত্বে তিন-সদস্যের ট্রাইব্যুনাল এই নির্দেশ দেয়।
 
রহমান এই আবেদন করেন এই বলে যে  ৮৭ বর্ষীয় জামাত নেতা বয়সজনিত রোগে আক্রান্ত। 
 
কুখ্যাত রাজকর সংগঠনের প্রতিষ্ঠাতা ইউসুফ গণহত্যা, খুন, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্মীয় রূপান্তরকরণ ও মানুষের নির্বাসন সহ ১৫টি যুদ্ধাপরাধের চার্জের সন্মুখিন হচ্ছেন।
 
তাঁর রাজকর সংগঠন পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে হাত মেলায় ১৯৭১-এ তিন লাখ বাংলাদেশীকে হত্যা করার জন্যে।
 
গত মে মাসে ধানমণ্ডিতে তাঁর বাড়ি থেকে জামাতের নায়েব-এ-আমিরকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023