Sports

ইতিহাস গড়ে বাংলাদেশের জয়

ইতিহাস গড়ে বাংলাদেশের জয়

| | 05 Mar 2015, 12:39 pm
নেলসন, মার্চ ৫- কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর স্বপ্ন আরও উজ্জ্বল করে বাংলাদেশ আজ স্কটল্যান্ডকে ছয় উইকেটে বিশ্বকাপের একটি গ্রুপ স্তরের খেলায় হারিয়েছে।

স্কটল্যান্ডের ৮ উইকেটে তোলে ৩১৮ রান তোলার পরে , বাংলাদেশের ব্যাটসম্যানেরা দুর্দান্ত খেলে ৩২২ রানে পৌঁছায়।

 

এই জয়ের পথে বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সবচেয়ে বড় লক্ষ্য তাড়া করার রেকর্ডটিও গড়েছে।

 

তামিম ইকবাল (৯৫), মাহমুদুল্লাহ (৬২), মুশফিকুর রহিম (৬০), সাকিব আল হাসান (৫২*) ও সাব্বির রহমান (৪২*) মিলে লড়াই করে ৩২২ রানে পৌঁছায় ও দেশের মানুষকে বিশ্বকাপ জয় করার স্বপ্ন আরও দৃঢ় করলো বাংলাদেশ।

 

সৌম্য সরকার (২) উইকেট শুরুতে হারালেও, বাংলাদেশের ব্যাটসম্যানেরা আর ম্যাচ থেকে বেরিয়ে জায়নি।

 

তামিম ও মাহমুদুল্লাহর দ্বিতীয় উইকেট জুটিতে ১৩৯ রান তুলে  স্কটল্যান্ডদের বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন।

 

দারুণ খেলেও তামিম মাত্র পাঁচ রানের জন্য শতরান করতে পারেনি।

 

স্কটল্যান্ডের জশ ডেভি দুটি উইকেট তুলেছেন।

 

আগে কাইল কোয়েটজারের ১৫৬ রানের উপরে ভর করে স্কটল্যান্ড আঁট উইকেট হারিয়ত৩১৮ রান তোলে।

 


কোয়েটজার নিজের ইনিংসে মেরেছেন ১৭ তা চার ও চারটে ছয়।

 

বাংলাদেশের তাসকিন আহমেদ তিনটি উইকেট নিয়েছেন।  

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023