Sports

৪-০ এগিয়ে গেল বাংলাদেশ

৪-০ এগিয়ে গেল বাংলাদেশ

| | 28 Nov 2014, 12:33 pm
মিরপুর, নভেম্বর ২৮- জিম্বাবুয়েকে ৫-০ হারানোর দিকে আরও এক ধাপ পা বারিয়ে শুক্রবার চতুর্থ ওয়ানডে তে ২১ রানে অতিথিদের হারাল বাংলাদেশ।

আট উইকেট হারিয়ে ২৫৬ রান তোলার পরে, জিম্বাবুয়েকে পঞ্চাশ ওভারে ২৩৫ রানেই বেঁধে ফেলে বাংলাদেহি বোলালেরা। অতিথিরাও হারায় আট উইকেট।

 

আজকের ম্যাচে অনেকটাই চেষ্টা করেছিল জিম্বাবুয়ে। এক সময় সলোমন মিরে (৫২) ও ব্রেন্ডন টেলরের (৬৩) চতুর্থ উইকেট জুটিতে তোলা ১০২ বলে ১০৬ রান বেশ সহজেই জয়ের দিকে এগোছিল জিম্বাবুয়ে।

 

প্রথম তিনটে উকেট তাড়াতাড়ি পরে গেলেও, জিম্বাবুয়ে এই দুজনের উইকেট হারানোর আগে পর্যন্ত বেশ অনেকক্ষন বাংলাদেশকে চাপে রেখেছিল।

 

তবে তাদের পতনের পরই পথ হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

 

শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩৫ রানে থামে তাদের ইনিংস।

 

সাকিব আল হাসান, রুবেল হোসেন ও জুবাইর হোসেন দুটি করে উইকেট তুলেছে।

 

আগে, মাহমুদউল্লাহ (৮২) এবং মুশফিকুর রহিমের (৭৭) হাত ধরে ২৫৬ রান তোলে বাংলাদেশ।

 

৩২ রানের মাথায় চার উইকেট হারিয়ে এক সময় বেশ সমস্যাতেই পরেছিল বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে এই দুজন মিলে ১৩৪ রান তুলে ম্যাচে ফিরিয়ে আনে তাদের দলকে।

 

পরে মাহমুদউল্লাহ-মাশরাফি মিলে অষ্টম উইকেটে জুটি বেঁধে ৪৮ বলে ৬৫ রান তোলে।

 

সিরিজে এখন বাংলাদেশ ৪-০ এগিয়ে।
 

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023