Sports

বিফলে নাসিরের আরেকটি অলরাউন্ড পারফরম্যান্স অলরাউন্ডার
Facebook নাসির হোসেন

বিফলে নাসিরের আরেকটি অলরাউন্ড পারফরম্যান্স

Bangladesh Live News | @banglalivenews | 21 Jan 2023, 10:51 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ জানুয়ারি ২০২৩: রীতিমত স্বপ্নের ফর্মে রয়েছেন নাসির হোসেন। ব্যাটে-বলের ঝলকে প্রতি ম্যাচেই সেরাটা দিয়ে দলের জন্য চেষ্টা করছেন। কিন্তু তার দল ঢাকা ডমিনেটর্স তলানি থেকে ওপরে উঠতে পারছে না। আরও একবার বিফলে গেল নাসিরের অলরাউন্ড পারফরম্যান্স। বল হাতে ২ উইকেট নেওয়ার পর রান তাড়ায় নেমে খেললেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। তবু ফরচুন বরিশালের কাছে তার দল হারলো ১২ রানে।

এই জয়ে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে ধরে ফেলেছে সাকিবের বরিশাল। সমান ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতে ঢাকা ডমিনেটর্স।

লক্ষ্য ছিল ১৭৪ রানের। উসমান গনি উড়ন্ত সূচনা দিয়েছিলেন ঢাকাকে। ১৯ বলে তার ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। তবে সৌম্য সরকার আরও একবার ব্যর্থ। ১৫ বল খেলে করেন ১৬ রান। এরপর মোহাম্মদ ইমরান ফেরেন ৩ রানে। ৫৯ রানে ৩ উইকেট হারায় ঢাকা। সেখান থেকে মোহাম্মদ মিঠুনকে নিয়ে নাসিরের লড়াই। ৮৯ রানের জুটি গড়েন তারা। ৭ উইকেট হাতে নিয়ে শেষ তিন ওভারে ৩৮ রান দরকার ছিল ঢাকার। মিঠুন ৩৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৭ রান করে যখন ফেরেন, তখন ৯ বলে ২৬ লাগতো।

কিন্তু মিঠুনকে আউট করা মোহাম্মদ ওয়াসিম ১৯তম ওভারটিতে দেন মাত্র ৭ রান। এতেই ঢাকার জয়ের আশা ফিকে হয়ে যায়। শেষ ওভারে দরকার ছিল ২৫, ঢাকা নিতে পারে ১১ রান। নাসির ৩৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন।

এ নিয়ে এবারের বিপিএলে নাসিরের ইনিংসগুলো দাঁড়ালো এমন-৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬*, ৫৪*। এই ছয় ম্যাচে উইকেটও নিয়েছেন ৭টি। অলরাউন্ড পারফরম্যান্স যাকে বলে!

এর আগে ৬৩ রানে শীর্ষ ৪ ব্যাটার সাজঘরে, ৮৯ রানে উইকেট পড়লো ৫টি। বেশ বিপদে পড়েছিল ফরচুন বরিশাল। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ আর ইফতিখার আহমেদের ৫৭ বলে ৮৪ রানের জুটি। এই জুটিতে ভর করেই ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023