Sports

বিতর্কিত ম্যাচে বাংলাদেশের বিদায়, সেমিফাইনালে পাকিস্তান বাংলাদেশ
BCB Twitter page

বিতর্কিত ম্যাচে বাংলাদেশের বিদায়, সেমিফাইনালে পাকিস্তান

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 06 Nov 2022, 10:51 pm

ঢাকা, ৬ নভেম্বর ২০২২ : সাকিব আল হাসানের বিতর্কিত আউটটাই পুরো ম্যাচকে বিতর্কিত করে তুলেছে।

শাদাব খানের বলে বাজে আম্পায়ারিংয়ের নজির দেখিয়ে যদি সাকিবকে ওই আউটটা না দেওয়া হতো, সাকিব যদি আউট না হতেন, তাহলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো। এমনকি সেই ভিন্ন চিত্রের কারণে বাংলাদেশ সেমিফাইনালেও খেলতে পারতো।

কিন্তু এক বিতর্কিত আউটই সব শেষ করে দিলো। বাংলাদেশ থেমে গিয়েছিল ১২৭ রানে। ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর কিছু মিস ফিল্ডিংয়ের সুবাধে খুব হিসাব করেই ব্যাট করেছে পাকিস্তান এবং ৫ উইকেটের জয় তুলে নিয়েছে। সে সঙ্গে গ্রুপ-২ থেকে ভারতের সঙ্গে সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

জয়ের জন্য লক্ষ্যটা ছিল খুবই সহজ। মাত্র ১২৮ রানের। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান জুটি এমন ম্যাচ কোনো উইকেট না হারিয়েই জিতে যান। তবে, প্রথম ওভারেই তাসকিনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু বলটি হাতের তালুতে জমাতে পারেননি নুরুল হাসান সোহান।

সেই রিজওয়ান ৩২ বলে ৩২ রান করে আউট হন। ওপেনিং জুটিতে পাকিস্তান তোলে ৫৭ রান। ৩৩ বলে ২৫ রান করে আউট হন বাবর আজম। মোহাম্মদ নওয়াজ ব্যাট করতে নামেন ওয়ানডাউনে। মাঠে নেমেই রানআউটের শিকার হলেন তিনি। করলেন কেবল ৪ রান।

মোহাম্মদ হারিস ১৮ বলের ছোট্ট ঝড় তোলেন। তিনি করেন ৩১ রান। সাকিবের বলে নাসুম আহমেদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ইফতিখার আহমেদ ১ রান করে আউট হয়ে যান। ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন শান মাসুদ।

এর আগে অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা দাারুণ করেছিল বাংলাদেশ দলের ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৪৮ বলে ৫৪ রান করেন তিনি। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমে যায় ৮ উইকেটে ১২৭ রানে। শাহিন শাহ আফ্রিদি নেন ৪ উইকেট।

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023