Sports

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, ফোকাস ঠিক রাখতে চান পেসার রোচ কেমার রোচ
twitter.com/KemarAJR কেমার রোচ

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, ফোকাস ঠিক রাখতে চান পেসার রোচ

Bangladesh Live News | @banglalivenews | 16 Jan 2021, 08:44 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ জানুয়ারি ২০২১: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের এবারের বাংলাদেশ সফরে বারবারই প্রসঙ্গ আসছে ক্যারিবীয়দের অনিয়মিত স্কোয়াডের ব্যাপারে। নিয়মিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের অন্তত ১০ জন আসেননি বাংলাদেশে। ফলে টেস্ট ও ওয়ানডে- উভয় স্কোয়াডেই এক ঝাঁক অনভিজ্ঞ খেলোয়াড় নিয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে মাঠের খেলা শুরুর আগে বাংলাদেশকেই পরিষ্কার ফেবারিট মানছেন সবাই। ব্যতিক্রম নয় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাও। সরাসরি মুখ ফুঁটে না বললেও, আসন্ন সিরিজে চ্যালেঞ্জের কথা বারবার বলছেন ক্যারিবীয় ক্রিকেটাররা। একই কথা শোনা গেল ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ পেসার কেমার রোচের মুখে।

তার মতে, বাংলাদেশ এখন দল হিসেবে গড়ে উঠছে। যে কারণে তারা শক্ত প্রতিপক্ষ। তাই নিজেদের ফোকাস ঠিক রাখার পক্ষে ৩২ বছর বয়সী এ পেসার।

শুক্রবারের অনুশীলন শেষে তিনি বলেছেন, ‘বাংলাদেশ খুব কঠিন প্রতিপক্ষ। দল হিসেবে তারা এখানে গড়ে উঠেছে। আপনি আপনার সেরাটা দিন এবং যা করতে চান তাতে ফোকাস রাখুন যতটা সম্ভব আপনি পারেন।’

এখনও পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে ৬০ ম্যাচে ২০৪ উইকেট শিকার করেছেন রোচ। এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে ৮ ম্যাচে শিকার ৩৩ উইকেট। ২০০৯ সালে নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল রোচের। ফলে এ প্রতিপক্ষের বিপক্ষে সবসময়ই আত্মবিশ্বাসী থাকেন তিনি।

রোচের ভাষ্য, ‘বাংলাদেশের বিপক্ষেই আমার শুরু হয়েছিল, অবশ্য সেটা ঘরের মাঠে ছিল। কিন্তু বেশ কয়েকবারই বাংলাদেশে আসা হয়েছে, ওয়ানডে ও টেস্ট খেলেছি এখানে। এটা সবসময় আমাকে বিশ্বাস জোগায় মানসিকভাবে।’

দলের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটার না থাকার ফলে বাড়তি দায়িত্বের ব্যাপারেও সচেতন রোচ।

অন্য দুই নিয়মিত পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও আলঝারি জোসেফকে নিয়ে এগুনোর পরিকল্পনা জানালেন তিনি, ‘আমি এবং শ্যান (শ্যানন গ্যাব্রিয়েল)- আমাদের কাজটা করতে হবে, আলজারিও (জোসেফ) আছে। স্পিনারদের সম্ভবত আরও কিছু কাজ করতে হবে। উইকেট দেখে সিদ্ধান্ত নিতে হবে, বোলিং ইউনিটের সাফল্যের জন্য টিমওয়ার্ক করতে হবে।’

সর্বশেষ শিরোনাম

চট্টগ্রাম টেস্ট: বাংলাদেশকে ১৯২ রানে হারিয়ে সিরিজ জিতল শ্রীলঙ্কা Thu, Apr 04 2024

বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসছে ভারত Sat, Mar 23 2024

শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের সহজ জয় Thu, Mar 14 2024

ফাইনালে কুমিল্লাকে হারিয়ে প্রথমবার বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল Sat, Mar 02 2024

বিসিবির নারী উইংয়ের নতুন প্রধান হলেন বাশার Thu, Feb 22 2024

পুত্র সন্তানের বাবা-মা হলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা Tue, Feb 20 2024

৫০ কোটি টাকায় জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ স্বত্ব পেল রবি Sat, Feb 17 2024

শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব, টি-টোয়েন্টি দলে নবাগত আলিস Wed, Feb 14 2024

খুব দ্রুতই বিসিবির পদ ছেড়ে দিতে চান পাপন Mon, Jan 15 2024

টি-টোয়েন্টিতে কিউইদের হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ Thu, Dec 28 2023